
আসসালামু আলাইকুম, সকল মুসলমানই নিজ নিজ আদরের সন্তানকে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও নামাজে প্রয়োজনীয় দোয়া, মাসআলা শিক্ষা করাতে চান। বাস্তবে আমাদের সমাজের প্রায় ৯৫ ভাগ মুসলিম সন্তানই বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত ও প্রয়োজনীয় মাসলা- মাসায়েল পারে না। এর প্রকৃত কারণ আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থার দুর্বল প্রয়োগ এবং সঠিক সমন্বয়ের অভাব।